আবারো পাঁচ দিনের রিমান্ডে ইদ্রিস সিআইপি

কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

পিআইবির ভূমি অধিগ্রহণের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার মোহাম্মদ ইদ্রিস সিআইপির আরো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আগের ৫ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার তাকে আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ভূমি অধিগ্রহণের দুর্নীতি সম্পর্কে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে দাবি করে আবারো রিমান্ডের আবেদন করা হয়।এদিকে এই মামলার আরেক আসামি অ্যাডভোকেট নুরুল হকের জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দীন। তিনি বলেন, ইদ্রিস সিআইপি রিমান্ডে স্বীকার করেছেন, টাকা আত্মসাতে ভূমি অধিগ্রহণ শাখার লোকজন ও টাকা গ্রহণকারীরা সমানভাবে জড়িত। উভয়পক্ষ যোগসাজস করে ভুয়া কাগজপত্র দেখিয়ে টাকাগুলো আত্মসাৎ করে। সূত্র জানায়, জালিয়াতির এই ঘটনায় জড়িত বেলায়েত হোসেন উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করেছেন। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে আগামী চার সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। তথ্যমতে, এ ঘটনায় কক্সবাজার আদালতের আইনজীবী নুরুল হক, ইদ্রিস সিআইপি ও বেলায়েত হোসেনসহ একটি সিন্ডিকেট জড়িত। এর প্রেক্ষিতে দুদকের দায়ের করা মামলায় গত ২ মার্চ অ্যাডভোকেট নুরুল হক ও ইদ্রিস সিআইপিকে গ্রেফতার করা হয়। পরে বিশেষ শর্তে জামিন পান আইনজীবী নুরুল হক। অপরদিকে এই মামলার অন্যতম আসামি কক্সবাজার এলএ শাখার সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংকে গত ১৫ মার্চ চট্টগ্রামের এমইএস কলেজ গেইট এলাকা থেকে গ্রেফতার করে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা মো. শরিফ উদ্দীন বলেন, জামিন পরবর্তী বিশেষ ব্যবস্থায় অ্যাডভোকেট নুরুল হককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হলেও তাতে অসহযোগিতা করেছেন তিনি। আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের জিম্মায় তাদের চেম্বারে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে পাইনি। নানাভাবে চেষ্টা করেও তার কোনো হদিস মিলছে না।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া রাহাতিয়া বিসমিল্লাহ শাহ দরবারে ওরশ