রাঙ্গুনিয়া মহিলা আওয়ামী লীগের সম্মেলন আজ

সভাপতি-সম্পাদক পদে ৬ প্রার্থী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ১:২৫ অপরাহ্ণ

দীর্ঘ প্রায় ৪ বছর পর রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে এখন উৎসব আমেজ বিরাজ করছে। নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদের জন্য মাঠে রয়েছেন ৬ নারী নেত্রী। যেখানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বর্তমান সভাপতি-সম্পাদকও। তবে যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে নতুন নেতৃত্ব গড়ে উঠুক এমনটিই প্রত্যাশা অধিকাংশ নেতাকর্মীর। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফার আকতার জানান, আজ বিকেল ৩টায় পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি। উদ্বোধক থাকবেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি দিলুয়ারা ইউসুফ। প্রধান বক্তা থাকবেন সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত। সভাপতিত্ব করবেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পলাশী মুৎসুদ্দী।

পূর্ববর্তী নিবন্ধলাহামস্‌ কাবাব রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরুমায় চুরি যাওয়া ভিজিডির ১৩৪ বস্তা চাল উদ্ধার