রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য বিনোদন পার্ক চালু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বিনোদন পার্ক চালু করা হয়েছে। শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব করার জন্য পরিচালনা পরিষদের উদ্যোগে প্রাকৃতিক পরিবেশে অবসর সময় কাটানোর লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য নবনির্মিত বিশ্রাম ও বিনোদন পার্কের উদ্বোধন করা হয়। গতকাল সোমবার পার্কটির উদ্বোধন করেন পরিচালনা পরিষদের সভাপতি জাফর ছালেক সিকদার। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, পরিচালনা পরিষদের সদস্য ইকবাল শাহ চৌধুরী, লোকমানুল হক তালুকদার, এনাম উদ্দিন আইয়ুব, মোহাম্মদ সেলিম, শিক্ষক প্রতিনিধি মো. রহিম উদ্দিন সিকদার, জেসমিন আকতার, প্রকাশ কুমার শীল, সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, শিক্ষক পরিষদের সম্পাদক মো. মোসলেম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক,কর্মচারী শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সভা
পরবর্তী নিবন্ধকর আদায় বাড়াতে কর ফাঁকি ঠেকাতে হবে : ভারপ্রাপ্ত মেয়র