রাঙ্গুনিয়ায় ৫ দোকানিকে জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বাজারে ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে দ্রব্যের নির্ধারিত মূল্য তালিকা বাস্তবায়নে মাঠে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মোগলের হাট ও ধামাইরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. হুমায়ুন কবির, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, অভিযানে মূল্য তালিকা না থাকা, ভেজাল খাদ্য দ্রব্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চন্দ্রিকা স্টোরের মালিক রাম প্রসাদ কর্মকার, বদিউল আলম স্টোরের বদিউল আলম, জমির স্টোরের জমির আলম ও লক্ষী ভান্ডারের শ্যামল কান্তি পালকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আনন্দ ফার্মেসির মালিক বিটন বড়ুয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্‌গুনিয়া সার্কেল) মো. হুমায়ুন কবির বলেন, অভিযানে পণ্যের মূল্য তালিকা দোকানিরা দেখাচ্ছে কিনা এবং তালিকার বাইরে কোনো দ্রব্যের অতিরিক্ত দাম নেয়া হচ্ছে কিনা সে বিষয়ে দেখা হচ্ছে। যেসব দোকানি ও ব্যবসায়ী এ বিষয়ে অনিয়ম করেছে কিংবা তালিকার বিষয়ে অবগত নয় তাদের সচেতন করা হচ্ছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, বাজারে প্রশাসনের পাশাপাশি পুলিশ মনিটরিং করছে। মোগলের হাট, ধামাইরহাট, রাণীরহাট ছাড়াও এর আগে উপজেলার রোয়াজারহাট, দোভাষী বাজারেও মনিটরিং করা হয়। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে পুলিশের বিশেষ সেবা হিসেবে মাসব্যাপি মনিটরিং কার্যক্রম চলবে। এর আগে সড়কে যানজট নিরসনে অটোরিকশা চালক সমিতি ও বাজারের ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে পৃথক বৈঠক হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিত্যপণ্যের অসহনীয় দামে জন-জীবনে অসহনীয় দুর্ভোগ নেমে এসেছে
পরবর্তী নিবন্ধদেহ তল্লাশি করে পাওয়া গেল দেড় হাজার ইয়াবা