রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুরে অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে চট্টগ্রাম উত্তর বনবিভাগ। গতকাল সোমবার ৩২৩৪ ঘনফুট সেগুন, গামার ও কড়ই প্রজাতির কাঠ জব্দ করে ইছামতি রেঞ্জ। জানা যায়, পরিত্যক্ত আরএসবি ব্রিক ফিল্ড এলাকায় পাচারের উদ্দেশ্যে কাঠ মজুদ করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানোর নির্দেশ দেন বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।
ইছামতি রেঞ্জ কর্মকর্তা মো. খসরুল আমিন বলেন, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঠ বিট অফিসে রাখা হয়েছে।