রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার সাত দিন পর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাতটার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাহিদ হাসান চৌধুরী সাকিব উপজেলার রাজানগর ইউনিয়নের আরএবিএম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তুফান আলী চৌধুরী বাড়ীর সালাম চৌধুরীর ছেলে।
রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, ইউনিয়নের সাতগড়িয়া পাড়া এলাকায় ১৩ ফেব্রুয়ারি সিএনজির সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে আহত হয় সাকিব। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়। নিহত সাকিবের মামাতো ভাই ওবাইদুল ইসলাম চৌধুরী অভি বলেন, সড়ক দুর্ঘটনায় জাহিদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। এতদিন সে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।

পূর্ববর্তী নিবন্ধএক বছরে চার লক্ষাধিক ডোজ টিকা
পরবর্তী নিবন্ধচূড়ান্ত ১০ জনের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি