সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার এগার দিন পর রাঙ্গুনিয়া প্রবাসী ইউসুফ আলীর(৪৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার (১২ ফেব্রুয়ারী) ভোর ৫টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইউসুফ উপজেলার রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাবিলি গ্রামের আবদুল হাকিমের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়বের বড় ভাই।
চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বগাবিলি ওয়ার্ডে আবু তৈয়বের কাছে হেরে যাওয়া ইউপি সদস্য প্রার্থী আজগর আলীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে তার নেতৃত্বে আরও দুই দফায় ইউপি সদস্য আবু তৈয়বসহ তার কয়েকজন সমর্থকের উপর হামলা হয়েছে বলে জানা যায়।
সর্বশেষ গত ২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাণীরহাট বাজার থেকে বগাবিলি এলাকার নিজ ঘরে ফেরার পথে বগাবিলি ব্রীজের কাছে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।
সন্ত্রাসীরা তার হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত ইউসুফকে ওইদিনই চট্টগ্রাম মেডিকেলে ও পরে আরও তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ নগরীর পার্কভিউ হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। নিহতের পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
এদিকে, এই ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি রাতে প্রবাসী ইউসুফের স্ত্রী শাহিনুর আকতার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করা হয়েছে।
এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহবুব মিল্কী জানান, মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে। মামলায় মো. মামুন (৩২) ও আবু বক্কর (৪৮) নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মহসিন নামে একজন জামিনে রয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।”
হামলার বিষয়ে ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, “গত নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আজগর। নির্বাচনের পর থেকে আজগরের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী দল প্রবাসী শফিউল, সিএনজিচালিত অটোরিকশাচালক হৃদয় এবং তাদের পর আমার ওপরও হামলা চালিয়ে গুরুতর আহত করে। এবার আমার নিরীহ ভাইটিকে তারা হত্যা করল।”