রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার এক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বাড়ি ফেরার পথে এক যুবলীগ নেতাকে কুপিয়ে যখম করার ঘটনায় বদিউল আলম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বদিউল উপজেলার লালানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পেকুয়ারকুল এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গত ১ মার্চ দিবাগত রাত সাড়ে ১০টার দিকে লালানগর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মো. তৌহিদুল ইসলামের (২৮) উপর হামলা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে বিবাদী করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবি চরণ চৌহান বলেন, হামলার ঘটনায় তদন্ত করে মামলার প্রধান আসামিকে শনিবার ভোররাতে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত বাকী আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধবিশেষজ্ঞ চিকিৎসকের মমতার হেলথ কেয়ার সার্ভিস প্রজেক্ট পরিদর্শন
পরবর্তী নিবন্ধ২ মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪০% মোটরবাইকে