রাঙ্গুনিয়ায় মাছের পোনা বিতরণ ও অবমুক্তকরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১০০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করতে ৩৪৩ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা ক্যাম্পাসের পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, ক্ষেত্র সহকারী ওবাইদুল হক, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি খোরশেদ আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএসএইচআরএমের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধফটিকছড়ি সাংবাদিক পরিষদের সাথে এটিএম পেয়ারুলের মতবিনিময়