রাঙ্গুনিয়ায় বেড়েছে গরু চুরির ঘটনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৪ জানুয়ারি, ২০২২ at ৭:৪২ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় হঠাৎ বেড়ে গেছে গবাদি পশু চুরির ঘটনা। গত কয়েকদিনে অন্তত দশটি গরু চুরির ঘটনা ঘটেছে রাঙ্গুনিয়ায়। প্রতি রাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ গরুচোরের দল। ফলে গরু চুরি নিয়ে খামারি ও কৃষকরা আতঙ্কে ভুগছেন।

সূত্রে জানা যায়, গতকাল রবিবার(২৩ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া গ্রাম থেকে এক রাতে ৫টি গরু নিয়ে যায় চোররা।

স্থানীয় বাসিন্দা মো. শোয়েব জানান, রবিবার রাত আনুমানিক ৩টার দিকে সংঘবদ্ধ চোরের দল হানা দেয় সিপাহীপাড়া গ্রামে। এসময় স্থানীয় কৃষক নুরুচ্ছাফার মালিকানাধীন ২টি এবং নূর কবিরের মালিকানাধীন ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের পাঠানপাড়া এলাকার বাসিন্দা মো. সালাহ উদ্দিন নামে এক খামারী জানান, কয়েকদিন আগে তার গোয়ালঘর থেকে রাতের আঁধারে একসাথে ৩টি গরু চুরি হয়ে যায়। এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনো সুরাহ পাননি তিনি।

একইভাবে উপজেলায় প্রায়শই গরু চুরির ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহবুব মিলকী জানান, প্রতি বছর এই সময়টাতে চুরির উপদ্রব বেড়ে যায়। তবে পুলিশ চুরির ঘটনা রোধে তৎপর রয়েছে। চুরির ঘটনায় জড়িতদের ধরতে কাজ চলছে।

এলাকাবাসীকেও এই ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধএস্তোনিয়ায় প্রকাশিত হলো ‘বিজয়ধ্বনি’