রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সেলিম (৩৭) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার মরিয়মনগর–গাবতল ডিসি সড়কের স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের তেলি পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম একই ইউনিয়নের রাজঘাটা এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
জানা যায়, বাজার করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সেলিম। ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মাথায় গুরুতর আঘাত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুরুউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি প্রবাসী সেলিম দেশে এসেছিলেন। ঈদের পর ছুটি কাটিয়ে প্রবাসে যাওয়ার কথা ছিলো তার। তবে তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।