রাঙ্গুনিয়ায় ফুটবল খেলতে গিয়ে আহত তরুণের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ফুটবল খেলতে গিয়ে আহত হওয়ার তিনদিন পর হাসপাতালে মারা গেছেন এক তরুণ। তাঁর নাম মো. তারেক (২২)। তিনি উপজেলার কোদালা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ঢংয়ের মুখ এলাকার ফয়েজ আহমদের ছেলে। গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তরুণ মারা যান। নিহত তারেকের স্বজনরা জানান, শুক্রবার (১ জুলাই) বিকেলের দিকে কোদালা ইউনিনের চা বাগানের মাঠে প্রতিদিনের মতো বন্ধুদের সাথে ফুটবল খেলতে যান তারেক। ফুটবল খেলতে গিয়ে অসাবধানতাবশত বুকে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সোমবার রাত সোয়া ৮ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তারেকের চাচা মো. নাসির উদ্দিন বলেন, তারেকের লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। কোদালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রিটন তুরী বলেন, তারেক কর্ণফুলি নদীতে ইঞ্জিন নৌকা চালাত।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা শ্রমিকের পথচলা : ওষুধের মূল্যবৃদ্ধির উৎসের সন্ধানে
পরবর্তী নিবন্ধপণ্য ও সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের মতবিনিময়