রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩ টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাঙ্গুনিয়ার পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার আলী আজগরের মেয়ে আলিফা আকতার (১২) ও পৌরসভার ইছাখালি এলাকার মো. হারুনের মেয়ে আনিকা আকতার (১২)। তারা দুজনে সম্পর্কে মামাত-খালাতো বোন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দুইদিনে আগে দুই বোন তাদের আত্মীয়ের বাড়ি মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজী পাড়া গ্রামে বেড়াতে যান। শনিবার দুপুরে দুজনে ঘরের বাইরে খেলতে বের হয়। একপর্যায়ে সবার অজান্তে স্থানীয় একটি পুকুরের পানিতে ডুবে যায় তারা। স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল তিনটার দিকে পুকুরে দুজনের নিথর দেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিবি জয়নাব বলেন, পুকুরে ডুবে যাওয়া দুই কিশোরীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই দুজন মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধমুজিব নামের আলোকশিখা
পরবর্তী নিবন্ধপাহাড়ে প্রাকৃতিক বনে নেই সুখবর