রাঙ্গুনিয়ায় পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ৮:২৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটা বন্ধে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড পাইনবাগান এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী কাউখালী উপজেলা থেকে আসা একটি চক্র ইসলামপুর পাইন বাগান এলাকায় পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন করে বিক্রি করে চলেছে। এই বিষয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় পাহাড় কেটে বসতি স্থাপন করার দায়ে আবদুস সালাম ও মো. মাইনুদ্দিন নামে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়।

এভাবে আইনভঙ্গ করে যারা পাহাড় কেটে যারা ঘরবাড়ি করেছে তাদের উচ্ছেদ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার তিন আসামি আটক
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ