রাঙ্গুনিয়ায় নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপ উল্টে নিহত ২

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৪:০৪ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় নির্মাণ শ্রমিকদের বহনকারী পিকআপ উল্টে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন।

নিহতদের নাম মো. বশির (৭০) ও মো. আমজাদ (৪৫)। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সেগুন বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আজগর আজাদীকে বলেন, চট্টগ্রাম শহর থেকে নির্মাণ শ্রমিকদের বহনকারী পিকআপটি চন্দ্রঘোনা সেগুন বাগান এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সময় গাড়িতে থাকা চালকসহ ১৪ জন নির্মাণ শ্রমিক আহত হয়।

পরে তাঁদের স্থানীয় চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতালে নেয়া হয়।

চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক প্রবীর খিয়াং আজাদীকে বলেন, হাসপাতালে আনার আগে ওই দুই ব্যক্তি মারা যায়। আহত ১২ জনের মধ্যে ১ জন নারী রয়েছেন। তাৎক্ষনিক সবার নাম পরিচয় পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে গাছ উপড়ে মহিলার মৃত্যু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় গাছ কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু