রাঙ্গুনিয়ায় দুর্গম পাহাড় থেকে তিন শ্রমিককে অপহরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৬ মে, ২০২২ at ৪:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলা পাড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিন শ্রমিককে অপহরণ করা হয়েছে। এরা হলেন একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড মাওলানা গ্রামের মো. এজলাস মিয়া (৬০), মো. বাচা (৪৫) ও কক্সবাজারের মো. জাফর (২২)। গতকাল রোববার সকালে তারা খামার বাড়িতে কৃষিকাজ করতে গেলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের অপহরণ করে পাহাড়ে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সকাল ৮ টার দিকে শ্রমিক বাচা ও জাফর বড়খোলা পাড়া এজলাসের খামার বাড়িতে কৃষিকাজ করতে যান। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের তিনজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের ধারণা, চাঁদার জন্য স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা অপহরণ করতে পারেন। চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ওই এলাকায় পুলিশ রয়েছে। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ভেসে যাওয়া পর্যটকের লাশ মহেশখালী চ্যানেলে উদ্ধার
পরবর্তী নিবন্ধএমপিটি সিম নিয়ে যেভাবে অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা