রাঙ্গুনিয়ায় দুটি অজগর উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পোমরা ইউনিয়নের খাঁ মসজিদ সংলগ্ন কাপ্তাই সড়ক থেকে দুটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় অজগর সাপ দুটি দেখতে পান স্থানীয়রা। এসময় উৎসুক জনতা সাপ দুটি দেখতে পেয়ে ভীড় জমিয়ে ফেলেন। একপর্যায়ে সাপ দুটি ধরে দেখা যায়, এর একটি আনুমানিক ১৫ ফুট এবং অন্যটি ৭ ফুট লম্বা ছিল। খাঁ মসজিদের পেশ ঈমাম মাওলানা আবু জাফর বলেন, এই মসজিদ কমপ্লেঙ সংলগ্ন প্রায়শই একটি অজগর দেখতে পাওয়া যায়।

মাঝেমধ্যে কবরস্থানের গাছে উঠে বসে থাকতে দেখা যায়। তবে আগে একটি দেখা গেলেও এবার দুটি সাপ দেখা মিলেছে। তবে এগুলো কারো ক্ষতি করে না, মসজিদের মুসল্লী এবং স্থানীয়রাও এগুলোর উপর কোনরকম ক্ষতির চেষ্টা করেন না।

এই বিষয়ে বনবিভগের রাঙ্গুনিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক শীতল পাল বলেন, অজগর উদ্ধারের বিষয়টি পরে শুনেছি। খবর নিয়ে এগুলোর যাতে কোন ক্ষতি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহুদার তৃণমূল বিএনপি পেল ইসির নিবন্ধন
পরবর্তী নিবন্ধগবেষণা করতে অকল্পনীয় ভূমিকা রাখে যোগাযোগ দক্ষতা