রাঙ্গুনিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ডা.এটিএম রেজাউল করিমের গণসংযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি গত রোববার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে শুরু হয়ে দোভাষী বাজার, লিচুবাগান হয়ে বনগ্রামে গিয়ে গনসংযোগ করেন। গনসংযোগে তিনি দোভাষী বাজারের ডাক্তারদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাসান মুরাদ, নায়েবে আমীর শওকত হোসেন, রাশেদুল ইসলাম তালুকদার, সরোয়ার হোসেন, মহিউদ্দিন বাবু প্রমুখ।

ডা. রেজাউল করিম রাঙ্গুনিয়ার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক অবকাঠামো উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যুতে দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এলাকার নানা সমস্যা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার থানা বিএনপি গণসংযোগ ও পথসভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অনুদান প্রদান