রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৩ জুলাই, ২০২২ at ২:৫৩ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অটোরিকশাটির এক যাত্রী।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. জমির (৪০)। সে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড বুইজ্জার দোকান সিকদারপাড়া এলাকার এখলাস মিয়ার পুত্র।

চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর জানান, একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে পশ্চিম দিক থেকে চন্দ্রঘোনার দিকে যাচ্ছিল। বুইজ্জার দোকান এলাকায় এলে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি।

এতে ঘটনাস্থলেই রিকশাচালক মারা যান এবং আহত হন রিকশায় থাকা এক যাত্রী। পুলিশ লাশ উদ্ধার করেছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী জানান, ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে রিকশাচালক ছিটকে পড়ে যায়। পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় জমির।

এই ঘটনায় মো. হৃদয় (৩৫) নামে অটোরিকশার এক যাত্রীও আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হলে আপাতত সে আশংকামুক্ত বলে জানা যায়।

ট্রাকটি জব্দ করা হয়ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। এই ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা নেয়া হবে।

এদিকে সড়ক দুর্ঘটনায় রিকশা চালক জমিরের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী তিন মেয়ে ও ৮ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৫ দিন বাড়ল চবি ভর্তির আবেদনের সময়সীমা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৫ চোরাই সিনএনজিসহ আটক এক