রাঙ্গুনিয়ায় ১০০ কেজি ওজনের ৫টি নিষিদ্ধ হাঙর ও ৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার মরিয়মনগর মাছ বাজার থেকে মাছগুলো জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ হাঙর মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। ইউএনও আতাউল গনি ওসমানী বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এই অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ৫টি হাঙর মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।এছাড়া বিক্রিকালে অন্য এক ব্যবসায়ীর কাছ থেকে জেলিযুক্ত ৬০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা চিংড়িগুলো বিভিন্ন এতিমখানায় দিয়ে দেয়া হয়েছে।
এদিকে মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এর বাস্তবায়নে বুধবার বিকালে বেতাগী রামগতিরহাট বাজারে বিক্রিকালে ৩৫ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় দিয়ে দেয়া হয়েছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।












