রাঙ্গুনিয়ায় চিংড়ির মাথায় ক্ষতিকর কৃত্রিম জেলি ঢুকিয়ে বিক্রি করার দায়ে ৬০ কেজি চিংড়ি জব্দ করে নষ্ট করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনী এলাকার আজমির ফিশিং নামের একটি মাছের আড়তে এই অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এই অভিযানে নেতৃত্ব দেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, ইলিশের নিষিদ্ধ সময়ে ইলিশ মজুত ও বিক্রয় ঠেকাতে মাছের আড়তে অভিযানের সময় ক্ষতিকর কৃত্রিম জেলিযুক্ত চিংড়িগুলো পাওয়া যায়। চিংড়ির ওজন বাড়াতে ও তাজা রাখতে সিরিঞ্জ দিয়ে মাছের মাথায় কৃত্রিম জেলি ঢুকিয়ে দেয়া হয়। জেলি দেয়ার কারণে এক কেজি মাছে ২৫০ গ্রাম পর্যন্ত ওজন বাড়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার মেজবাহ উদ্দিন আহমেদ ফাহিম বলেন, কৃত্রিম জেলি খেলে খাদ্যনালী ও পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। কিডনি সমস্যা দেখা দিতে পারে। এমনকি মানুষের চামড়ায় লাগলে চর্মরোগও হতে পারে।












