নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

| শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের ১০ জেলায় ‘জনস্থানে নারীর নিরাপত্তা’ ক্যাম্পেইনের অংশ হিসেবে গতকাল শুক্রবার ডিইসি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছে। নগরীর নিউ মার্কেটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই), তরুণদের প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের মানবাধিকার কর্মসূচি (এইচআরপি) ও জাতীয় মানবাধিকার কমিশনের যৌথ আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মশালা শুরু হয় সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। ইউএনডিপির কমিউনিকেশন এবং এডভোকেসি এক্সপার্ট অলি আব্দুল্লাহ চৌধুরী কর্মশালার সূচনা বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইনের উদ্দেশ্য, লক্ষ্যসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। কর্মশালায় ইউএনডিপির জেন্ডার এনালিস্ট শারমিন ইসলাম বলেন, নারী জন্মের পর থেকে সৃষ্টিকর্তার দেওয়া আলাদা বৈশিষ্ট্য ছাড়া, সমাজের প্রথাগত নিয়মে তাদের আলাদা করা হয়। অর্থনৈতিক ক্ষমতাহীনতা নারীকে সমাজে কোণঠাসা করে রেখেছে বলে তিনি উল্লেখ করেন। কর্মশালায় একটি শিক্ষামূলক দলীয় নাটিকা পরিবেশন করা হয়। হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম তার বক্তব্যে বলেন, কল টু এ্যাকশনের মাধ্যমে আমরা যেকোনো ধরনের সহিংসতা ইতিবাচক মনোভাবের মাধ্যমে প্রতিরোধ করতে পারি। কর্মশালায় নারীর প্রতি যেকোনো সহিংসতায় মৌনতা ভেঙে আওয়াজ তোলার উপর জোর দেন ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারিহা জেসমিন ‘জেন্ডার ইকুয়ালিটি’ নিয়ে একটি তথ্যবহুল সেশন পরিচালনা করেন। কর্মশালায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ডিইসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোমেন কানুনগো। কর্মশালার উদ্বোধন করেন নাজনীন আহমেদ। অতিথি ছিলেন আব্দুল কাইয়ুম, শারমিন ইসলাম, দুর্লভ চৌধুরী, অলি মো. আব্দুল্লাহ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ডাক দিবস আজ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জেলিযুক্ত চিংড়ি জব্দ