রাঙ্গুনিয়ায় কারিগরি প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে কারিগরি প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। গত ২৩ জানুয়ারি পোমরা ইউনিয়নের প্রশিক্ষণ কেন্দ্রে মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়।

 

সনদ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রশিক্ষণ কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক উজ্জ্বল কুমার দত্ত। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ওয়াহিদুল আলম। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম জুয়েল দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানজী পুকুর লেইন সৎসঙ্গ আশ্রমে ধর্মসম্মেলন
পরবর্তী নিবন্ধচবিতে প্রথম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা