রাঙ্গুনিয়ায় কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্র বিতরণ ও বোরোধান কাটা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩ মে, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ধান কাটার জন্য কম্বাইন্ড হার্ভেস্টার (ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র) মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে রাঙ্গুনিয়ার কৃষকদের মাঝে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এসময় তিনি চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাইবিলে বোরো ধান কর্তন উদ্বোধন করেন।
শনিবার দুপুরে গুমাই বিলের মজুমদারখীল এলাকায় কৃষক কাজী জহুরুল ইসলামের হাতে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, পৗরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার প্রমুখ। তথ্য ও সমপ্রচার মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার কৃষক বান্ধব সরকার। কৃষিকে আধুনিকায়ন করার কারণে খাদ্য ঘাটতির দেশ থেকে এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। আগে আমরা বিভিন্ন দেশ থেকে খাদ্য সাহায্য নিতাম, আর এখন আমরা বিভিন্ন দুর্যোগে অন্যান্য দেশকেও খাদ্য সহায়তা দিচ্ছি। এসব সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের কারণে।’

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চবি উপাচার্যের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধ৬২ বছর পর ফিরলো অপু