রাঙ্গুনিয়ায় এতিমখানা ও অনাথালয় ভবন নির্মাণকাজের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গুনিয়ার মোহাম্মদপুরে বহুতলবিশিষ্ট এতিমখানা ও অনাথালয় স্থাপিত হচ্ছে। গতকাল শনিবার সকালে ভবনটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন এনএনকে ফাউন্ডেশনের পরিচালক ও উপজেলা আওয়ামী লীগ নেতা এরশাদ মাহমুদ, রেডক্রিসেন্টের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগ নেতা এমরুল করিম রাশেদ, মুজিবুল ইসলাম সরফী, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, শৈবাল চক্রবর্তী প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ড. আবদুল মাবুদ ও মাওলানা সাইফুল ইসলাম। এ সময় মন্ত্রী অস্থায়ী নির্মিত এতিমখানা ও অনাথালয় পরিদর্শন করেন এবং ভবন নির্মাণ কাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

পূর্ববর্তী নিবন্ধদুই হাজার রোহিঙ্গা পরিবার পেল রেড ক্রিসেন্টের ঈদ উপহার
পরবর্তী নিবন্ধ‘কিশোর-কিশোরীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সকলকে এগিয়ে আসতে হবে’