রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নে রাতের আঁধারে গোপনে পাহাড় কাটার দায়ে মো. মানিক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। অভিযান চলাকালে পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকা অবস্থায় মানিককে হাতেনাতে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন ও পাহাড় সংরক্ষণ নীতিমালা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অবৈধ ও প্রকৃতিবিরোধী কার্যকলাপ বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।












