রাঙ্গুনিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৩১ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ নির্বাচনে উপজেলার ৫ জন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আজ শুক্রবার (১২ নভেম্বর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
এ সময় প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৮ চেয়ারম্যান প্রার্থী ইতিমধ্যে বিনাভোটে নির্বাচিত হয়েছেন। বাকি ৫ ইউনিয়নের ৪টিতেই রয়েছে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী। তারা সবাই স্ব স্ব ইউনিয়নের নৌকা প্রতীকের বিপরীতে আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন।
জানা যায়, রাঙ্গুনিয়ায় ইউপি নির্বাচনে ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বেতাগী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুর কুতুবুল আলমের সাথে বিদ্রোহী প্রার্থী শফিউল আলম, ইসলামপুরে আওয়ামী লীগের সিরাজ উদ্দিন চৌধুরী সাথে বিদ্রোহী প্রার্থী সিরাজুদ্দৌলাহ দুলাল, দক্ষিণ রাজানগরে আওয়ামী লীগের প্রার্থী আহামদ ছৈয়দ তালুকদারের সাথে বিদ্রোহী প্রার্থী এনামুল হক মিয়া, হোছনাবাদে আওয়ামী লীগের প্রার্থী দানু মিয়ার সাথে স্বতন্ত্র প্রার্থী মির্জা মো. জসিম, লালানগরে আওয়ামী লীগের প্রার্থী মীর তৌহিদুল ইসলাম কাঞ্চনের সাথে বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজীদ আলম জানান, চেয়ারম্যান পদে ১০, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১০৬ এবং সাধারণ সদস্য পদে ৩১৫ জনসহ মোট ৪৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের ৩৬ ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
এর মধ্যে যদি কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।












