রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদারের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। তাদের দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্যও উত্তর জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হল তারা হলেন ইসলামপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সিরাজুদ্দৌলাহ তালুকদার দোলাল, দক্ষিণ রাজানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী এনামুল হক মিয়া, লালানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার এবং বেতাগী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শফিউল আলম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার বলেন, দলীয় মনোনয়ন চাওয়ার সময় এসব প্রার্থীরা অঙ্গিকার করেছিল, কোন কারণে মনোনয়ন বঞ্চিত হলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবেন। কিন্তু মনোনয়ন বঞ্চিত হয়েই তারা মনোনয়পত্র সংগ্রহ ও জমা দেন। এরপরও গত ৭ নভেম্বর সাংগঠনিক প্রক্রিয়ায় তাদের ১১ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হলেও তারা তা অমান্য করেন এবং কারণ দর্শানোর নোটিশেরও কোন জবাব দেননি। সর্বোপরি নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অবস্থান নিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্রের ৪৭ ধারা লঙ্গন করেছেন এই চার আওয়ামী লীগ নেতা।
উল্লেখ্য, তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৮ নভেম্বর রাঙ্গুনিয়ার ১৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। নির্বাচনে ১৩ ইউনিয়নের মধ্যে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্য ৫ ইউনিয়নের ৪টিতেই আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ৪ প্রার্থী বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া ১টিতে স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছে। এই ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন এবং উপজেলার ১৩টি ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে ১০৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।












