রাঙ্গুনিয়ায় দেশীয় তৈরি বন্দুকসহ পিতা ও দুই পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, বেতছড়ি বহরাতলে তাদের নিজ বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাছির উদ্দিন (৫৮), ছেলে মো. রাশেদ (৩৩) ও মো. মাসুদ আলম। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, ‘বসতঘরের পাশে ব্যাগের মধ্যে বন্দুকটি পাওয়া যায়। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’












