রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার রাতে উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকার দিদার আলমের বাড়িতে এ অভিযান চালানো হয়। অপহরণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে রুবেল (৩০) নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানে অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পোমরা ইউনিয়নের শাহেদ হাসান (৩৫), ওবায়দুল মোস্তফা সৌরভ (৩১) এবং বেতাগী ইউনিয়নের মো. আব্দুস সালাম (২২)। পরে গ্রেপ্তারকৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৮২ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং দা, চাপাতি, রামদা, ছুরি ও হাতুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ৩টি পাসপোর্ট, ৯টি মুঠোফোন এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়েছে।
সেনা সূত্র আরও জানায়, গ্রেপ্তার ওবায়দুল মোস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মা রুবিনা আক্তার এলাকায় মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত হলেও অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












