রাঙ্গুনিয়া বসাকপাড়া লালানগর সর্বজনীন কৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদ ও বসাকপাড়া সদানন্দ ক্লাবের উদ্যোগে শ্রীপঞ্চমী তিথি উপলক্ষে ২৫তম সর্বজনীন ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে। লালানগর সর্বজনীন কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ৪ দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদানন্দ ক্লাবের সভাপতি রূপক বসাক ও সাধারণ সম্পাদক শংকর বসাক অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












