রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত চাঞ্চল্যকর প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন(র্যাব)। তার নাম আজগর আলী(৪৫)।
তিনি রাজানগর ইউনিয়নে বগাবিলী এলাকার নবীর হোসেনের ছেলে। আজ রোববার(২৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগর থেকে আসামিকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক মাহবুব মিলকী বলেন, “প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার প্রধান আসামি আজগর আলীকে র্যাব আজ রোববার সন্ধ্যার দিকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও আরও একাধিক মামলা রয়েছে। তাকে আগামীকাল সোমবার কারাগারে পাঠানো হবে।”
উল্লেখ্য, নিহত প্রবাসী ইউসুফ আলী রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু তৈয়বের ভাই। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাণীর হাট থেকে রাজানগরের বগাবিলী গ্রামে যাওয়ার পথে ইউসুফের মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তার ওপর হামলা চালায় তারা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ ফেব্রুয়ারি তিনি মারা যান।
এ ঘটনায় ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আকতার বাদী হয়ে নির্বাচনে পরাজিত প্রার্থী আজগর আলীসহ ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন। ইউপি নির্বাচনে তৈয়বের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজগর আলী পরাজিত হয়ে তার লোকজন নিয়ে এ হামলা চালিয়েছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এই ঘটনায় ইতিপূর্বে সাগর নামে এক আসামিকেও গ্রেফতার করেছিল র্যাব।
নিহতের ছোট ভাই ইউপি সদস্য মো. আবু তৈয়ব বলেন, “সন্ত্রাসী আজগর আলী এলাকার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ মোট ৫টি মামলা রয়েছে। এলাকায় তার বেপরোয়া মাদক, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল জনসাধারণ। এর প্রতিবাদ করতে গিয়ে সে বার বার আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে এবং আমার ভাইকে নির্মমভাবে খুন করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”












