রাঙ্গুনিয়ার গুমাইবিল থেকে অজগর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ১১:৩১ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় প্রায় ১২ ফুট লম্বা এবং প্রায় ১৭ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুমাইবিল থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে বনবিভাগের লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় রাতে এসে এটি নিয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নূর উল্লাহ বলেন, “বিকালে কিছু ধানকাটা শ্রমিক গুমাইবিলে কাজ করতে গিয়ে এটি দেখতে পায়। পরে নুরুল আলম নামে এক শ্রমিক এটি উদ্ধার করে স্থানীয়দের জানালে তারা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি বনবিভাগকে অবহিত করে। খবর পেয়ে বনবিভাগের লোকজন রাত ৮টার দিকে এটি উদ্ধার করে নিয়ে যায়।”

এই ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কোদালা বনবিট কর্মকর্তা নবীন কুমার ধর বলেন, “সন্ধ্যার দিকে খবর পেয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এটি আনুমানিক ১২ ফুট লম্বা এবং ১৭ কেজি ওজনের একটি অজগর। এটি আগামীকাল (সোমবার) গহীন বনে অবমুক্ত করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধসময়োপযোগী শিক্ষা প্রফেশনাল বিবিএ (অনার্স) এখন চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধঅনলাইনে সুরক্ষিত থাকতে সচেতনতার বিকল্প নাই