রাঙ্গুনিয়ার ৩০০ কৃষক পেলেন বিনামূল্যে আউশ বীজ ও সার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৫ মে, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার ৩০০ জন কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ/২০২৪২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি ভবন মিলনায়তনে বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহবুব। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আবাদ বাড়ানোর লক্ষ্যে উফশি বীজ ও সার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে টিকলু-শুভ