রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৩ জুলাই, ২০২৪ at ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ করিম উদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবুল কাশেম চিশতী। উদ্বোধক ছিলেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু। প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও ইকরা ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ওসমান। প্রধান আলোচক ছিলেন হাছিঁ ফকির (রহঃ) সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম আলকাদেরী। স্কুল পরিচালনা কমিটির মহাসচিব আজিম উদ্দিন আহমেদ ও রবিউল মোস্তফা রাফির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙ্গুনিয়া যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুর রশিদ মাসুদ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাছির, সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, সমাজসেবক আজিম উদ্দিন সওদাগর, মিজানুর রহমান, নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইমরান, মুহাম্মদ আবু বক্কর, হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন, আলাউদ্দিন রেজা, রিয়াজুল ইসলাম রাকিব, জেসমিন আক্তার, শিক্ষক রিমা আক্তার প্রমুখ। সকালবেলা কুরআন শিক্ষা দিয়ে শুরু করা হয় স্কুলটির শিক্ষা কার্যক্রম। ধর্মীয় শিক্ষার পাশাপাশি চলমান শিক্ষাক্রমের সিলেবাস অনুসারে আধুনিক পাঠদান করা হয় বলে জানান স্কুল সংশ্লিষ্টরা। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনার অনুশীলনে ফিরেছেন মেসি
পরবর্তী নিবন্ধফাইনালের হার এখনও ভুলতে পারছেন না মিলার