রাঙ্গুনিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার কুলকুরমাইয়ে মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল ফ্রি চিকিৎসা ক্যাম্প, ধর্মসম্মেলন ও আলোচনা সভা। ১ম পর্বের ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী। অতিথি ছিলেন সমাজসেবক অরুন কান্তি মল্লিক। উদ্বোধক ছিলেন প্রকৌশলী সজীব দাশ। শিক্ষক নির্মল কান্তি দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শ্যামল বিশ্বাস, মুক্তি সাধন বড়ুয়া।

বক্তব্য রাখেন বসন্ত কুমার দেব, সনজিব সুশীল, ডা. সুধীর রঞ্জন দেব, উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী পলাশ দেব, সাধারণ সম্পাদক উত্তম কুমার দেব, অর্থ সম্পাদক জিতু দেব। রাসেল দেবের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. অনিতা পাল, ডা. অভি চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা
পরবর্তী নিবন্ধ১০০০ শিক্ষার্থী পেল শহীদ মহিম উদ্দিন ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ