বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:২৫ পূর্বাহ্ণ

বাঁশখালীর বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি৮৪ ব্যাচের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও পুনর্মিলনী গত ২৪ ফেব্রুয়ারি বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন প্রাক্তন প্রধান শিক্ষক মুহাম্মদ নাদেরুজ্জামান চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক ঋষিকেষ ভট্টাচার্য্য, শিক্ষক রঞ্জিত রঞ্জন চৌধুরী, শিক্ষক প্রদ্যুৎ মিত্র চৌধুরী, শিক্ষক প্রকাশ রঞ্জন চৌধুরী, শিক্ষক পরিমল কান্তি দে ও শিক্ষিকা প্রতিমা রায়। ৮৪ ব্যাচের আহ্বায়ক আব্বাস উদ্দীনের সভাপতিত্বে ও সুরথ কুমার চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাচের সদস্য সচিব প্রদীপ মিত্র চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন বিজয় ভট্টাচার্য। অনুষ্ঠানে অতিথি ছিলেন লে. কর্নেল (অব.) তপন মিত্র চৌধুরী। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান কেএম সালাউদ্দিন কামাল, প্রধান শিক্ষক একে মাঈনুদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ডা. নূর মোহাম্মদ, ওসি মাহবুব মোর্শেদ, অ্যাড. নারায়ন দে, প্রধান শিক্ষক সুনীল কান্তি দে ও প্রধান শিক্ষক সুলতা দত্ত। বক্তারা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে প্রীতির বন্ধন দৃঢ় করা, বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য এলামনাই এসোসিয়েশন গঠনে গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী গার্লস ক্রিকেট ক্লাব
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প