বৌদ্ধদের প্রধান দানানুষ্ঠান রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসদর কেন্দ্রীয় ইছখালী অশোকরাম বিহারে কঠিন চীবর দানোৎসব গত বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি বিদর্শনাচার্য শাসনরত্ন ধর্মসেন মহাস্থবির। উদ্বোধক ছিলেন অশোকরাম বিহারের পরিচালক সুমঙ্গল মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব এস লোকজিৎ মহাস্থবির। ইছামতী ধাতুচৈত্য বিহার কমপ্লেক্সের উপাধ্যক্ষ স্বরূপানন্দ থের’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা দেবপ্রীয় বড়ুয়া। ধর্মদেশনা করেন করুণানন্দ থের, জ্ঞানবংশ থের, সত্যনন্দ থের, নন্দশ্রী থের, উত্তমানন্দ থের প্রমুখ। প্রথমপর্বে ইন্দাচারা মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক সুনন্দ থের। শেষে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।