রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে লাইন শ্রমিকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন চালু অবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুন্নবী (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুন্নবী পল্লীবিদ্যুতের শিলক অভিযোগ কেন্দ্রের লাইন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

জানা যায়, গতকাল তিনি পল্লী বিদ্যুতের লাইন খোলাবাঁধার কাজ করছিলেন। কিন্তু নিয়ম অনুসারে লাইন বন্ধ না করে চালু অবস্থায় কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন নুরুন্নবী। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতি২ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জুয়েল দাশ বলেন, এভাবে কাজ করার আগে অফিসে জানিয়ে বিদ্যুৎ বন্ধ করে নিতে হয়। কিন্তু তিনি কাজ করার আগে অফিসে অবহিত করেননি। তাই এভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। কেন কাজ করার আগে অফিসকে অবহিত করেননি, তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজনসেবা করতে জনসাধারণের ম্যান্ডেটের প্রয়োজন
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ