রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় ঐতিহ্যবাহী বলীখেলা রাজারহাট খেলার মাঠে গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়। এবারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের বজল বলী। তিনি মহেশখালীর মাসুম বলিকে হারিয়েছে। এছাড়া দ্বিতীয় হয়েছে কক্সবাজারের জীবন বলী এবং মহেশখালীর আমিন বলী। উপজেলার পদুয়া ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত খেলায় রাঙ্গুনিয়ার স্থানীয়দের পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজারের অর্ধ শতাধিক বলী অংশগ্রহণ করে। যেখানে হাজারো মানুষের ঢল নামে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য এরশাদ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন ইডেন নূর ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক খালেদ মাহমুদ। সংবর্ধিত অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান আবু জাফর, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) দুলাল কান্তি দাশ, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, পদুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহেদ হাছান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. সেলিম, ইউনিয়ন যুব লীগের সভাপতি মো. রাসেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তারেক উদ্দিন রানা প্রমুখ। খেলায় চ্যাম্পিয়ন বলীকে ২০ হাজার টাকা, রানার্সআপ বলীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে টিভিসহ পর্যায়ক্রমে বিজয়ী অন্যান্য বলীদের ফ্যান, ছাতা, লুঙ্গি, নগদ টাকাসহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়।