রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১২:১৮ অপরাহ্ণ

রাবিপ্রবি দিবসের অঙ্গীকার, সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় আমার অধিকার’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ড. আতিয়ার রহমান। এ উপলক্ষে এক আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষকশিক্ষার্থী, কর্মকর্তাকর্মচারী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পায়রা উড়ানো হয়। আয়োজন করা হয় দোয়া মাহফিলের। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালেেয় সেশনজট বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে, প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালযের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও আশা করেন তিনি। পরে শিক্ষক, কর্মকর্তাকর্মচারী, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ হাসান মাইজভাণ্ডারীর সঙ্গে মতবিনিময়
পরবর্তী নিবন্ধউত্তর জেলা বিএনপির প্রস্তুতিসভা