রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে ব্যবস্থাপনার মেয়েরা চ্যাম্পিয়ন

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মেয়েরা। বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্রীদের সঙ্গে ৪০ মিনিটের খেলায় ১১০ গোলে জিতে চ্যাম্পিয়নের মুকুট জয় করে ব্যবস্থাপনার মেয়েরা। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমার্ধের ২০ মিনিটে সাতটি ও শেষার্ধের ২০ মিনিটে আরও চারটি গোল করে ব্যবস্থাপনা বিভাগ। তবে পুরো খেলায় একাধিক আক্রমণেও গোলবারে কোন বল ফেলতে পারেনি প্রতিপক্ষের খেলোয়াড়রা। ৪০ মিনিটের খেলায় ব্যবস্থাপনা বিভাগের মোহিনী চাকমা একাই দিয়েছেন ৭ গোল। এছাড়া কেটি বম এবং অভিনন্দা তঞ্চঙ্গ্যা পেলেন জোড়া গোলের স্বাদ। পুরো খেলায় রাবিপ্রবির ভাইসচ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. মো. আতিয়ার রহমান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ে প্রক্টর সাদ্দাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাকর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসরাইপাড়া চসিক কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধচবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা