রাঙামাটি থেকে নিখোঁজ কিশোরী কর্ণফুলীতে উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৫ মে, ২০২৪ at ১২:৪৭ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলার আসামবস্তি থেকে ৫ দিন আগে নিখোঁজ হওয়া কিশোরী চন্দ্রা (১৬) কে উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শনিবার (৪ মে) রাত ৯টার দিকে কর্ণফুলীর বন্দর পুলিশ ফাঁড়ি রায়পুর এলাকা তাকে উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানাধীন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান। উদ্ধার হওয়া কিশোরী চন্দ্রা রাঙামাটি জেলার রাঙামটি সদর থানার আসামবস্তির (৫ নম্বর) মঞ্জু কর্মকারের মেয়ে।

রাঙামাটি সদর থানার সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল (সোমবার) দুপুর ১২টার দিকে নিজ এলাকার অনুকুর গলির বাসা থেকে নিঁখোজ হন। এমনকি সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও না পাওয়ায় গত ৩ মে শুক্রবার তাঁর মা রাঙামাটির সদর থানায় জিডি করেন। যার জিডি নম্বর-১৩৭।

রাঙামাটির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, নিখোঁজের পাঁচ দিন পর সিএমপি কর্ণফুলী থানার পুলিশ কিশোরীকে উদ্ধার করেছে বলে জেনেছি। পরে থানায় আসলে অভিভাবকদের কাছে হস্তান্তর করার আগে বিস্তারিত জানা যাবে, কেন নিখোঁজ ছিলেন।’

কর্ণফুলী থানাধীন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, ‘কিশোরীকে উদ্ধার করা হয়েছে। সঙ্গত কারণে অনেক বিষয় বলা যাচ্ছে না। তবে শিগগিরই তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাঁদের খবর দেওয়া হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধবিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের