রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ঢেবাছড়ি এলাকায় মাহিন্দ্র ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার পর্যটক সহ সাতজন গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন মোটরসাইকেল চালক কৌড়ি ত্রিপুরা (৩০) ও আরোহী সজেন ত্রিপুরা (২৫), মাহিন্দ্র চালক সাহিন (৩০)। এছাড়া আহত চার পর্যটকের মধ্যে তিনজন হলেন তানজিল (২২), রুপক(২৮) ও সাহানা (২০)। আহত অন্য পর্যটকের নাম তৎক্ষণাৎ জানা সম্ভব হয়নি। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।