রাঙামাটির রাজস্থলীতে দুর্বৃত্তের গুলিতে মাছ ব্যবসায়ী নিহত

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২০ at ৪:২৭ অপরাহ্ণ

রাঙামাটি জেলার রাজস্থলীতে দুর্বৃত্তের গুলিতে জালাল উদ্দিন রিমন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহামদ খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রাজস্থলী বাজারের পাশে হঠাৎ গুলির শব্দ শোনা যায়।স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রিমনকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জালাল উদ্দিন রাজস্থলী বাজারে মাছ ব্যবসা করতেন।
তিনি বাজার পাড়া এলাকার মৃত আইনুল হকের দ্বিতীয় ছেলে।
বর্তমানে বাজার এলাকায় থমথমে পরিস্থতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।
রাজস্থলী থানার ওসি মফজল আহামদ খান বলেন, “তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।”

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধএবার কারাগারে ডিভিশন পেলেন ইন্সপেক্টর লিয়াকত