রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙালহালিয়া ইউনিয়নের কুতুরিয়াপাড়া সিনেমা হলের পাশ থেকে ‘বেওয়ারিশ’ এক মরদেহ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয়রা সড়কের পাশ দিয়ে হেঁটে যেতে মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আদোমং মারমা বলেন, লাশ পড়ে আছে খবর শুনে ছুটে আসলাম। দেখতে পেলাম মানসিক ভারসাম্য একজন বৃদ্ধ ব্যক্তি। পরিচয় শনাক্ত করতে না পারায় দাফন করা হবে বেওয়ারিশ লাশ হিসেবে।
বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আশপাশের এলাকায় খোঁজখবর নিয়েছি। তবে এখন পর্যন্ত ব্যক্তির কোনো পরিবার বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি। লাশের শরীর তল্লাশি করেও কোনো পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য–চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে এবং এলাকাবাসীর উপস্থিতিতে মুসলিম রীতি অনুযায়ী লাশটি পুলিশ ফাঁড়ির পাশেই দাফন করার প্রস্তুতি নেয়া হয়েছে।












