জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সভা শেষে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে কলেজ গেট থেকে বঙ্গবন্ধুর মুর্যাল পর্যন্ত একটি গণসচেতনতামুলক র্যালি বের করা হয়। এসময় পথচারীসহ সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানানো হয়।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সফিকুর রহমান। এছাড়া অনুষ্ঠানে কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর মো. শরীফুজ্জমান, সেকেন্ড লেফটেন্যান্ট মো. ইব্রাহিম খলিল, পিইউ আবু তালেব, পিইউও জ্যাবিন চাকমাসহ বিএনসিসি সামরিক বেসামরিক প্রশিক্ষক এবং বিএনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন।