রাঙামাটিতে শিক্ষার্থীদের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্যাম্পেইন

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাঙামাটিতে সচেতনতামূলক র‌্যালি, খেলার মাঠ পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তরের আয়োজনে রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

শুরুতে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শুরু হয়। র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে ঘুরে বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপর বিদ্যালয়ের খেলার মাঠ পরিষ্কার করেন শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়ের হলরুমে গ্রীণস্কুল ক্যাম্পেইন ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। পুরো আয়োজনে সহযোগিতা করেছে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, কর্ণফুলী সুরক্ষা পরিষদ এবং ইয়ুথ গ্রুপ।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, পল্লীদারিদ্র বিমোচন ফাউন্ডেশনের রাঙামাটির সিনিয়র সহকারী পরিচালক ওয়ালিউল্লাহ তালুকদার ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তন্দ্রা চাকমা।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অ্যাডভোকেট নাজিমের গণসংযোগ
পরবর্তী নিবন্ধএকতা যুব ফাউন্ডেশনের মিলাদুন্নবী (দ.) মাহফিল