রাঙামাটিতে মাস্ক না পরায় ৬ জনকে ২ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেনের নেতৃত্বে শহরের বনরুপাতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন বলেন, রাঙামাটি পার্বত্য জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা মাইকিং করছি, গণপরিবহনে অতিরিক্ত যাত্রী না উঠা এবং যাত্রীদের থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে যেন সুরক্ষা সামগ্রী মজুদ না রাখে সে বিষয়ে আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে।