রাঙামাটি পৌরসভা নির্বাচনে শহরের প্রত্যেক ভোট কেন্দ্রে সেনাবাহিনীর সরব উপস্থিতি রাখতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। আগামী ১৪ ফেব্রুয়ারী আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে স্থানীয় একটি রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবর আলী, নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল,সা. সম্পাদক আবু সাদাত মো. সায়েমসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙামাটির পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ একজন স্বতন্ত্র প্রার্থী এবং কাউন্সিলর পদে ৪১ জন পুরুষ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
        









